Ads

Ads
জানার মজা, তথ্যের খোঁজ – সবকিছু এক জায়গায়! Faxts Xplan – সত্যি তথ্যের সঠিক ব্যাখ্যা।

 


    

একই জাহাজে আমরা সবাই: থামালে বাঁচবো, চুপ থাকলে ডুববো😓



লোকেরা অজ্ঞতাবশত জাহাজের তলদেশে পানির জন্য ছিঁদ্র করতে শুরু করে আর উপর তলার লোকেরা তাতে বাধা না দেয়, তবে সাবাই ডুবে মরবে। আর যদি উপর তলার লোকেরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বিরত রাখতে পারে, তাহলে তারা তাদেরকে যেমন বাঁচাবে, নিজেরাও তেমনি বেঁচে যাবে। নবীজী বলেন, নেককাজ ও মন্দ কাজের অবস্থাও ঠিক তেমনি । কোনো এলাকার লোকেরা যদি মূর্খোচিত কাজে ও গুনাহে লিপ্ত হয়ে পড়ে, কিন্তু এলাকার বিজ্ঞজন ও নেককার লোকেরা তাদের এসলাহ ও সংশোধনের চেষ্টা না করে, তাহলে আল্লাহ তাআলার আযাবে তারাও নিপতিত হয়। আর যদি তারা অন্যায় ও পাপাচার বিদূরণের চেষ্টা করে, তবে সকলেই আযাব থেকে বেঁচে যায়। সহীহ বুখারী, হাদীস নং ২৪৯৩

অন্য হাদীসে এসেছে,

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَأْمُرُنَّ بِالمَعْرُوفِ وَلَتَنْهَوُنَّ عَنِ الْمُنْكَرِ أَوْ لَيُوشِكَنَّ اللَّهُ أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عِقَابًا مِنْهُ ثُمَّ تَدْعُونَهُ فَلاَ يُسْتَجَابُ لَكُمْ

ঐ আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ! তোমরা সৎকাজের আদেশ করো আর অসৎকাজ থেকে নিষেধ করতে থাকো। মনে রেখো, যদি তোমরা তা না করো, তবে প্রবল আশংকা আছে যে, আল্লাহ পাক তোমাদের উপর কঠিন কোনো আযাব নাযিল করবেন। তখন বাঁচার জন্য হাজার দুআ করলেও তা শোনা হবে না। -সুনানে তিরমিযি, হাদীস নং ২১৬৯



অন্তর্দৃষ্টি ও দূরদৃষ্টি সম্পন্ন অনেক ওলী বুযুর্গের মত হলো, কয়েক যুগ ধরে মুসলমানদের উপর যে বিপদ-মুসীবত আসছে, যে লাঞ্ছনা ও গঞ্জনা তাদের উপর আপতিত হচ্ছে এবং শত দুআ-কালামের পরও যার কোনো প্রতিকার মিলছে না, তার একটি বড় কারণ হলো, আমরা দ্বীনের খেদমত ও দাওয়াত এবং মানুষের এসলাহ ও হেদায়েতের কাজ ছেড়ে দিয়েছি। অথচ এ-কাজের জন্য আমরা বিশেষভাবে আদিষ্ট এবং নবুওয়তের ধারা বন্ধ হওয়ার পর এই কাজের পূর্ণ দায়িত্ব আমাদের কাঁধেই সমর্পিত! সুতরাং এ কাজ ছেড়ে দেয়ার কারণেই অবাধ্য সৈনিকের মতো আমরা খোদায়ী শাস্তির মুখোমুখি হচ্ছি। আল্লাহ পাক সকলকে বোঝার তাওফীক দান করুন এবং আসুন, আমরা আজ থেকে আল্লাহর দ্বীনের দাওয়াত ও খেদমত করার শপথ গ্রহণ করি। তাহলে আল্লাহ পাকও আমাদের সহায় হবেন। কোরআন শরীফে আল্লাহ পাক সাহায্য আর মদদের ওয়াদা করে বলেন,

وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ

যারা আল্লাহর দ্বীনের খেদত করে, অতি অবশ্যই আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবেন। সূরা হজ্ব ২২/৪০

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.