Ads

Ads
জানার মজা, তথ্যের খোঁজ – সবকিছু এক জায়গায়! Faxts Xplan – সত্যি তথ্যের সঠিক ব্যাখ্যা।

রোমাঞ্চকর ক্লাসিকোয় জিতে আবার চ্যাম্পিয়ন বার্সেলোনা...

News

রেকর্ড ১৬তম সুপার কাপ বার্সেলোনার, ক্লাসিকো ফাইনালে নাটকীয় হার রেয়ালের


টানা দ্বিতীয়বার ফাইনালে রেয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপে রেকর্ড ১৬তম শিরোপা জিতেছে বার্সেলোনা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমে ওঠা লড়াই প্রথমার্ধের যোগ করা সময়ে পৌঁছে যায় চরম রোমাঞ্চে। মাত্র কয়েক মিনিটে দুই দলের জালে বল জড়ায় তিনবার। দুইবার পিছিয়ে পড়ে সমতা ফেরালেও তৃতীয় দফায় আর ঘুরে দাঁড়াতে পারেনি রেয়াল। শেষ পর্যন্ত ৩–২ গোলের নাটকীয় জয় নিয়ে শিরোপা ধরে রাখে কাতালানরা।

সৌদি আরবের জেদ্দায় রোববার রাতের ফাইনালে হান্সি ফ্লিকের দল এই জয় তুলে নেয়। গত আসরের ফাইনালেও বার্সেলোনা রেয়ালকে ৫–২ গোলে হারিয়েছিল।

ক্লাসিকোয় বদলার মঞ্চ

গত মৌসুমে দুটি ফাইনালসহ রেয়ালের বিপক্ষে চার ম্যাচেই জিতেছিল বার্সেলোনা। তবে চলতি মৌসুমে অক্টোবরে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে ২–১ গোলে হেরে যায় তারা। সুপার কাপের এই ফাইনালে সেই হারের ক্ষতেও প্রলেপ দিতে পারল কাতালান দল।

সেমিফাইনালের মতো ফাইনালেও জোড়া গোল করে ম্যাচের নায়ক হন রাফিনিয়া। তার গোলেই ম্যাচে প্রথম এগিয়ে যায় বার্সেলোনা। দীর্ঘ ১৬ ম্যাচের গোল–খরা কাটিয়ে রেয়ালকে সমতায় ফেরান ভিনিসিউস জুনিয়র। এরপর রবের্ত লেভানদোভস্কি বার্সেলোনাকে আবার এগিয়ে দিলেও গন্সালো গার্সিয়া ফের সমতা ফেরান। শেষ পর্যন্ত রাফিনিয়ার আরেক গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।

পরিসংখ্যানে এগিয়ে বার্সেলোনা

ফেভারিট হিসেবে মাঠে নেমে বার্সেলোনা ৬৮ শতাংশ বল দখলে রাখে। তারা ১৬টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। রেয়াল নেয় ১২টি শট, যার ১০টিই ছিল লক্ষ্যে।

একাদশ ও কৌশল

সেমিফাইনালে আথলেতিক বিলবাওকে ৫–০ গোলে হারানো ম্যাচ থেকে একাদশে দুটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। দুই গোলদাতা ফেররান তোরেস ও রুনি বার্দগিকে বেঞ্চে রেখে একাদশে ফেরান লামিনে ইয়ামাল ও লেভানদোভস্কিকে।

অন্যদিকে আতলেতিকো মাদ্রিদকে ২–১ গোলে হারানো ম্যাচ থেকে শুধু আন্টোনিও রুডিগারের জায়গায় ডিন হাউসেনকে একাদশে ফেরান রেয়াল কোচ শাবি আলোনসো।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত

শুরুর দিকে বল দখলে আধিপত্য দেখালেও প্রথম বড় সুযোগ পায় রেয়াল। ১৪তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের শট গোলরক্ষক হোয়ান গার্সিয়া ঠেকিয়ে দেন। ২৮তম মিনিটে বার্সেলোনার প্রথম লক্ষ্যে শট নেন রাফিনিয়া, তবে থিবো কোর্তোয়ার জন্য সেটি সহজ ছিল।

৩৩তম মিনিটে গন্সালো গার্সিয়ার দুর্বল শটে আরেকটি সুযোগ নষ্ট করে রেয়াল। পরের মিনিটেই রাফিনিয়া সুবর্ণ সুযোগ মিস করলেও ৩৪তম মিনিটে নিজেকে শুধরে নিয়ে দুর্দান্ত শটে বার্সেলোনাকে এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়েই জমে ওঠে নাটক। দ্বিতীয় মিনিটে ভিনিসিউসের দারুণ গোলে সমতা ফেরায় রেয়াল। চতুর্থ মিনিটে পেদ্রির পাসে লেভানদোভস্কির লব শটে আবার এগিয়ে যায় বার্সেলোনা। ষষ্ঠ মিনিটে কর্নার থেকে গন্সালো গার্সিয়ার গোলে ফের সমতা ফেরায় রেয়াল। একবিংশ শতাব্দীতে প্রথমবারের মতো ক্লাসিকোয় ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে তিন গোলের নজির গড়ে।

দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার শেষ কথা

দ্বিতীয়ার্ধে দুই দলই সুযোগ তৈরি করে। ৭১তম মিনিটে ইয়ামালের শট ঠেকান কোর্তোয়া। এক মিনিট পরই বক্সের ভেতরে পড়ে যাওয়ার মুহূর্তে রাফিনিয়ার শট ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়। এই গোলেই নিশ্চিত হয় বার্সেলোনার শিরোপা।

বার্সেলোনার হয়ে সবশেষ পাঁচ ম্যাচে রাফিনিয়ার এটি সপ্তম গোল।

রেকর্ড ও প্রভাব

হান্সি ফ্লিকের কোচিংয়ে এটি বার্সেলোনার চতুর্থ ট্রফি। কোচিং ক্যারিয়ারে আটটি ফাইনালের সবকটিতেই জয় পেলেন এই জার্মান কোচ।

অন্যদিকে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পঞ্চম হার দেখল রেয়াল মাদ্রিদ। অক্টোবরে ক্লাসিকো জিতে লা লিগায় ৫ পয়েন্টে এগিয়ে যাওয়া আলোনসোর দল এখন বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.